২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার, দেখেনিন পয়েন্ট টেবিল


২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি, আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচগুলো দুই দলের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আর্জেন্টিনা জয় নিয়ে বছরের সমাপ্তি ঘটালেও ব্রাজিলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।

পেরুর বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলের জয় পেয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসির নিখুঁত পাস থেকে। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে এই গোলটি আর্জেন্টিনাকে তিন পয়েন্ট এনে দেয়।

এ জয়ের মধ্য দিয়ে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের এই জয় তাদের সাম্প্রতিক প্যারাগুয়ের বিপক্ষে হারের হতাশা ভুলিয়ে দিয়েছে।

অন্যদিকে, ব্রাজিল তাদের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের প্রথম গোলটি করে উরুগুয়েকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের তারকা ফেদেরিকো ভালভের্দে। তবে ব্রাজিলের গেরসন দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক শটে গোল করে সমতায় ফেরান।

এই ড্রয়ের ফলে ১২ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। এতে তারা পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গেছে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে। ফলে টেবিলের শীর্ষে থাকা দলগুলোর জন্য পরবর্তী ম্যাচগুলো হবে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ।

পয়েন্ট টেবিল এক নজরে

দল             ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১২ ২৫ উরুগুয়ে১২ ২ ০ ইকুয়েডর ১২ ১৯ কলম্বিয়া ১২ ১৯ ব্রাজিল ১২ ১৮ প্যারাগুয়ে১২১৭বলিভিয়া১২১৩ভেনেজুয়েলা১২১২চিলি১২পেরু১২

বছরের শেষ ম্যাচের পর আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলই এখন প্রস্তুতি নেবে ২০২৫ সালের মার্চে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য। তবে টিকিট নিশ্চিত করতে ব্রাজিলকে তাদের পারফরম্যান্সে উন্নতি আনতে হবে, অন্যদিকে আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, যেখানে প্রতিটি পয়েন্ট হতে পারে নির্ধারক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *