২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে ব্রাজিল-আর্জেন্টিনার আর যত পয়েন্ট দরকার


২০২৪ সাল বিদায় নিতে আরও দেড় মাসের মতো বাকি। তবে কয়েকদিনের মাঝেই শেষ হতে চলেছে চলতি বছরের আন্তর্জাতিক ফুটবলের সূচি। দুই লাতিন জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা ইতোমধ্যে তাদের চলতি বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় পেরুর আর ব্রাজিলের প্রতিপক্ষ ছিল উরুগুয়ে।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে অল্প সময়ের ব্যবধানে মাঠে নামবে ফুটবলের অন্যতম সেরা এই দুই দল। যেখানে পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। বিপরিতে উারুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল।

ফিফার নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের একটিতে জয়ের বিপরিতে একটিতে হেরেছে আর্জেন্টিনা। চলতি মাসে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর পেরুর বিপক্ষে আজ ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলে শীর্ষে অস্থান করছে তারা। ১২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২৫।

ব্রাজিলও চলতি উইন্ডোতে দুইটি ম্যাচ খেলে। আর্জেন্টিনার মতো জয় বা পরাজয় কোনটারই স্বাদ পায়নি সেলেসাওরা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে আজ উরুগুয়ের বিপক্ষেও ব্রাজিলের ফলাফল ছিল ১-১ ব্যবধান। টানা দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।

২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে যা করতে হবে আর্জেন্টিনাকে
প্যারাগুয়ের কাছে হারের পর পেরুর বিপক্ষে জিতে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের হাতে রয়েছে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ। এর মধ্যে আর মাত্র একটি ম্যাচে জয় পেলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটবে। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ২৫।

২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে যা করতে হবে ব্রাজিলকে
ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করার পর ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হাতে রয়েছে এখনও ছয়টি ম্যাচ। এর মধ্যে আরও চারটি ম্যাচে জয় পেলেই সেলেসাওদের নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

কেন কম পয়েন্টে যোগ্যতা অর্জন সম্ভব?
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বেড়েছে। এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে। পূর্বে এ অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপে জায়গা। যেহেতু দল বৃদ্ধি পেয়েছে তাই এবার তুলনামূলক কম পয়েন্টেও শীর্ষ ছয়-এ থাকা সম্ভব।

বিশ্লেষণ
আর্জেন্টিনার হাতে থাকা ম্যাচের প্রতিপক্ষদের পারফরম্যান্স তুলনামূলক সহজ হওয়ায় তাদের পয়েন্ট সংগ্রহে খুব বেশি সমস্যা হবে না। তারপরও আলবিসেলেস্তেদের সতর্ক থাকতে হবে। অন্যদিকে ব্রাজিলকে অনেকটা চাপে থাকতে হবে, বিশেষ করে পরবর্তী কঠিন ম্যাচগুলোতে জয় তুলে নেয়া জরুরি।

তবে এখন পর্যন্ত, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য মেগা ইভেন্টে নিজেদের অবস্থান নিশ্চিত করার পথে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *