খেলাধুলা

যে পাঁচ ক্রিকেটারের জন্য ফাইনাল হেরেছে ভারত!

যে পাঁচ ক্রিকেটারের জন্য ফাইনাল হেরেছে ভারত!

বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই ভারতের কাছে হারলেও, ফাইনালে তার প্রতিশোধই নিলো কামিন্স-হেডরা। তবে অস্ট্রেলিয়ানদের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ভারতের বেশকিছু ক্রিকেটারের কারণেও ফাইনাল হেরেছে স্বাগতিকরা। বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের নেপথ্যে যে পাঁচ ক্রিকেটার তাদের নিয়ে একটু আলোচনা করা যাক।

রোহিত শর্মা: ভারত অধিনায়ক হয়তো শুরুটা ভালো করেছিলেন। কিন্তু দল নির্বাচনে একটি বড় ভুল করেছিলেন তিনি। আহমেদাবাদে মন্থর উইকেট রবিচন্দ্রন অশ্বিনকে খেলাননি তিনি। যেখানে স্পিনারের সুবিধা পাচ্ছেন সেখানে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারদের সামনে ভালো বিকল্প হতে পারতেন অশ্বিন। তিনি না থাকায় বিকল্প কম পেয়েছে ভারত। আবার ৪৭ রান করার পর রোহিত তার ইনিংসটা আরও একটু বড় করার চেষ্টা করতে পারতেন। তবে তা করতে ব্যর্থ হওয়ায়ই অস্ট্রেলিয়ার কাছে প্রথমেই পিছিয়ে গিয়েছিল ভারত।

শ্রেয়াস আইয়ার: শ্রেয়াস যখন ব্যাট করতে আসেন তখন ভারতের দুই উইকেট পড়ে গিয়েছে। তার উচিত ছিল বিরাট কোহলির সঙ্গে ইনিংস টানা। কিন্তু মাত্র ৪ রানে আউট হয়ে যান তিনি। বিশ্বকাপটা দারুণ কাটালেও ফাইনালে তার দ্রুত আউট হওয়ায় বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। আগের দুই ম্যাচে শতরান করার পর এই ম্যাচে শ্রেয়াসের কাছে বড় আশা ছিল ভারতের। 

লোকেশ রাহুল: হতে পারে ভারতের হয়ে সব থেকে বেশি ৬৬ রান করেছেন রাহুল, কিন্তু এই ইনিংসের জন্য ১০৭ বল খেলেছেন তিনি। মাত্র একটি চার মেরেছেন। মাঝের ওভারে রাহুলের জন্যই রানের গতি কমে গিয়েছিল ভারতের। ধীরে শুরু করলেও তার উচিত ছিল বড় রান করা। সেটা করতে পারেননি রাহুল। পাশাপাশি কামিন্স-হ্যাজেলউডদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় শটও খেলতে পারেননি ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।

সূর্যকুমার যাদব: শেষদিকে ভারতের ইনিংস নির্ভর করছিল সূর্যকুমারের ওপর। নিচের সারির ব্যাটারদের সঙ্গে খেলতে গেলে দায়িত্ব নিয়ে খেলতে হতো সূর্যকে। কিন্তু তিনি দায়িত্ব নিতে পারেননি। সেই সঙ্গে নিজেও রান করতে পারেননি। ভারতের রান কিছুটা কম হওয়ার নেপথ্যে রয়েছেন তিনি।

মোহাম্মদ সিরাজ: আগের সব কটি ম্যাচে নতুন বলে সিরাজ বল করেছেন। কিন্তু সেই সব ম্যাচে ভারত বড় রান করায় সিরাজ রান দিলেও ততটা সমস্যা হয়নি। কিন্তু ফাইনালে রান কম হওয়ায় সিরাজের ওপর আস্থা না রেখে শুরুতেই শামিকে এনেছেন রোহিত। এত দিন পুরানো বলে ভালো করছিলেন শামি। এই ম্যাচে সেটা দেখা যায়নি। পরের দিকে এসে উইকেট নিতে পারেননি সিরাজ। আর এটাও ভারতের হারের আরেকটি কারণ। সূত্র ; সময় নিউজ টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button