খেলাধুলা

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার : কোহলির ওপর যেভাবে ‘প্রতিশোধ’ নিলেন বাবর

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার : কোহলির ওপর যেভাবে ‘প্রতিশোধ’ নিলেন বাবর

আহমেদাবাদে লাখো ভারতীয় দর্শককে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে ঘরে তুলে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। এমন দুর্দান্ত জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে প্যাট কামিন্সের দল।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগসহ অনেক ভারতীয়ই। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বাবর আজমও। তবে বাবরের অভিনন্দনবার্তায় রয়েছে ভিন্নমাত্রা।

বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর আজম লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!’ পাকিস্তানের সাবেক এই অধিনায়কের অভিনন্দনবার্তাকে অনেক বিরাট কোহলির প্রতি ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন।

ঘটনাটি এক বছর আগের। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। সেদিন চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। তোমাদেরই প্রাপ্য।’ সঙ্গে একটি ‘থাম্বস আপ’-এর ইমোজিও জুড়ে দেন।

ঠিক এক বছর আগে-পরের কোহলি-বাবরের স্টোরির পার্থক্য হচ্ছে, কোহলি ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার মুহূর্তের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে বাবরের অভিনন্দনবার্তায় কোনো ছবি নেই, লেখাটা দেয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ডে।

তবে পাকিস্তানি সমর্থকরা এতে অমিলের চেয়ে মিলই বেশি খুঁজে পাচ্ছেন। আর সেটা হচ্ছে অভিনন্দনবার্তার ভাষায়। কোহলি শুধু ইংল্যান্ডেরই নাম নিয়েছিলেন, লিখেছিলেন জয়টা তাদেরই প্রাপ্য ছিল। বাবরও শুধু অস্ট্রেলিয়ার নামই নিয়েছেন। আর কামিন্সরা যে ৭ ওভার আর ৬ উইকেট হাতে রেখে আধিপত্য দেখানো জয় তুলেছেন, মনে করিয়ে দিয়েছেন সেটিও। এর মাধ্যমে বাবর কোহলির ওপর ‘প্রতিশোধ’ নিয়েছেন দাবি করে বেশ কিছু পাকিস্তানি সমর্থক টুইট করেছেন।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার একটি প্রতিবেদনে লিখেছে, ‘যদিও বাবর আজমের বক্তব্য ভালোভাবেই বোধগম্য, ভক্তরা জল্পনা করছেন, পাকিস্তানি ক্রিকেটার গত বছর ইংল্যান্ডকে বিরাট কোহলির অভিনন্দনবার্তার প্রত্যুত্তর দিতে চেয়েছেন কি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button