মাঠে ঢুকে পড়া ফিলিস্তিনি সমর্থকের পরিচয় জানা গেল
মাঠে ঢুকে পড়া ফিলিস্তিনি সমর্থকের পরিচয় জানা গেল

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের মহারণ চলাকালে হইচই ফেলে দিলেন এক যুবক। স্টেডিয়ামের কঠোর নিরাপত্তা বেষ্টনির ফাঁক গলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মাঠে অনুপ্রবেশ করেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। অবশেষে ওই যুবকের পরিচয় জানা গেছে।
ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। আচমকা মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের সাদা টি-শার্টে লেখা, বোমা বন্ধ করো। ফিলিস্তিন মুক্ত করো।’মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছি চলে যান ওই আগন্তুক। পরে ভারতীয় তারকাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।
এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ ছিল খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ স্টেডিয়ামের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক-তা নিয়ে প্রশ্ন উঠছে।
— ANI (@ANI) November 19, 2023
বিজ্ঞাপন
এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মাঠে ঢুকে পড়া ওই দর্শককে এই আহমেদাবাদের চন্দখেদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় গণমাধ্যমকে ওই সমর্থক নিজের পরিচয় ও মাঠে ঢুকে পড়া নিয়ে জানিয়েছেন, তার নাম জন। তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। মূলত বিরাট কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে ঢুকে পড়েছিলেন। এ ছাড়া তিনি ফিলিস্তিনি সমর্থক বলেও জানালেন।
— ANI (@ANI) November 19, 2023
উল্লেখ্য, ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বাতাস। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকী হামলায় আহতরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে ভারত বিশ্বকাপ চলাকালে মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল বেশ কয়েকজনকে। সূত্র; ঢাকা পোস্ট