খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে হেরে অবিশ্বাস্য ভাবে যা বললেন রোহিত শর্মা

বিশ্বকাপ ফাইনালে হেরে অবিশ্বাস্য ভাবে যা বললেন রোহিত শর্মা

বিশ্বকাপের ১৩তম আসরের শুরু থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স করে শিরোপা জয়ের পথেই ছিল ভারত। আসরের শুরু থেকে টানা ১০ ম্যাচে জিতে অপরাজিত থেকেই ফাইনালে উঠে ভারত।

কিন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে বিশ্বকাপের এবারের আসরের আয়োজকরা।

রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আসলে পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। কিন্তু আজ ফাইনালে সেরাট দিতে পারিনি, যে কারণে ফলাফল আমাদের পক্ষে যায়নি। তারপরও বলব আমি আমার দল নিয়ে গর্বিত।

রোহিত আরও বলেন, আমরা আজ আরও ২০-৩০ রান বেশি করতে পারলে ফাইটিং স্কোর হতো। বিরাট কোহলি আর লোকেশ রাহুল ব্যাটিং কারর সময় মনে হয়েছি স্কোর ২৭০-২৮০ রান হবে। কিন্তু এরপর টপাটপ উইকেট পতনের কারণে সেটা সম্ভব হয়নি।

অস্ট্রেলিয়ার শিরোপা জয় নিয়ে  ভারতীয় অধিনায়ক বলেন, আমরা অস্ট্রেলিয়াকে শুরুতে চাপে ফেলেছিলাম। কিন্তু ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেনের মধ্যকার জুটি ভাঙতে দেড়ি হওয়ায় আমার ম্যাচ থেকে ছিটকে যাই। ওরা দুইজন খুব ভালো ব্যাটিং করেছে। শিরোপা জয়ে তাদের কৃতিত্ব দিতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button