ফাইনালে বল হাতে নেওয়ার আগে বিশাল বড় দুঃসংবাদ পেলেন শামি
ফাইনালে বল হাতে নেওয়ার আগে বিশাল বড় দুঃসংবাদ পেলেন শামি

বিশ্বকাপটা বেঞ্চ থেকে শুরু করেছিলন মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে একাদশে সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে ধ্বংস করেছেন শামি। ভারতকে ফাইনালে তুলতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফাইনালেও অজিদের বিপক্ষে তার বোলিংয়ের দিকে তাকিয়ে থাকবে ভারত। তবে অজিদের বিপক্ষে বোলিংইয়ে নামার আগে দুশ্চিন্তায় শামি।
গোটা বিশ্বকাপে আধিপত্য দেখানো ভারতীয় ব্যাটিং লাইনআপ ফাইনালের চাপে কিছুটা দিশেহারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংটা আগের ম্যাচগুলোর মতো হয়নি ভারতের। বোলারদের কাজটা তাই আজ একটু বেশিই কঠিন হবে। এরই মাঝে দুঃসংবাদ হাজির মোহাম্মদ শামির জন্য।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শামির মা আঞ্জুম আরা। উত্তর প্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে ঠিক কী সস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি।
অবশ্য ফাইনালের আগে সুস্থই ছিলেন শামির মা আঞ্জুম আরা। ফাইনালের ইন সকালেই ছেলে ও টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা জানান, আজ সকালেই (রোববার) শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।
আইবিসি ২৪ এর প্রতিবেদন অনুযায়ী, শামির মা আঞ্জুম আরা রবিবার সকাল জ্বরে আক্রান্ত হন। এরপরি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শামির মায়ের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।