লিটনের ছুটি মঞ্জুর হলে যে বিপাকে পড়বে বাংলাদেশ দল
লিটনের ছুটি মঞ্জুর হলে যে বিপাকে পড়বে বাংলাদেশ দল

বিশ্বকাপ শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। তবে সেই বিশ্রামটা দীর্ঘ হচ্ছে না। নিউজিল্যান্ড সিরিজের জন্য দ্রুতই মাঠে ফিরতে হবে টাইগারদের। আসন্ন এই টেস্ট সিরিজ খেলতে চান না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় এই ছুটি চেয়েছেন তিনি।
লিটনের ছুটি মঞ্জুর করা হবে কীনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিবি। বৃহস্পতিবারের (১৬ নভেম্বর) মধ্যেই এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে, লিটনের ছুটি মঞ্জুর করা হলে বিপাকে পড়বে বাংলাদেশ। সাকিব না থাকায় আসন্ন এই টেস্ট সিরিজে লিটনের অধিনায়ক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিলো। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার যদি ছুটিতে থাকেন তাহলে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না। সেক্ষেত্রে নতুন করে অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। অল্প এই সময়ের মধ্যে যা কিছুটা হলেও কঠিন কাজ।
একই সঙ্গে পারিবারিক কারণে লিটনকে ছুটি দেওয়া হলে কিউইদের বিপক্ষে অনভিজ্ঞ ওপেনিং জুটি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো তরুণদের ওপরই সেক্ষেত্রে ভরসা রাখতে হবে দলকে। সবমিলিয়ে লিটন যদি না থাকেন তাহলে সেটি বড় এক ধাক্কা হবে বাংলাদেশ দলের জন্য।