
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে এশিয়া কাপে বেরসিক বৃষ্টির বাধায় পণ্ডু হয়েছিল ম্যাচের পর ম্যাচ। কখনও কখনও বৃষ্টি এসে কঠিন করে দিয়েছে সহজ সমীকরণটাও। তাতে বিভিন্ন দল পড়েছে বিপদে। চলতি ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির বাধার মুখে পড়তে হয়নি। তবে সেমিফাইনালে দেখা যেতে পারে প্রাকৃতিক এই নিয়ামককে।
আগামী ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ভারত বিশ্বকাপের দুটি সেমিফাইনাল। প্রথমটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে কলকাতায় অর্থাৎ দ্বিতীয় সেমিতে রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা।
বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলেও সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। মজার ব্যাপার হলো, দ্বিতীয় ম্যাচের রিজার্ভ ডে’তে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। ওই ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়াতে না পারলে ফাইনালে উঠে যাবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা। তাতে মাঠে না নেমেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।
এ দিকে প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিতে তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে ম্যাচটি ভালোভাবে শেষ করতে তেমন বাধা নেই। তবে হুট করে বৃষ্টিতে সেটি ভেসে গেলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেদিনও বৃষ্টি হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে ফাইনালে উঠবে ভারত।