খেলাধুলা

তামিমকে দলে ফেরানো নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত!

তামিমকে দলে ফেরানো নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের আগ মুহূর্তে ঘরের মাঠে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও। তবে সম্পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। এসব কথা সবারই জানা।

এখন তামিম ভক্তদের প্রশ্ন কবে ফিরবেন এই ড্যাশিং ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে আধো দেখা যাবে তামিমকে? নাকি নিরবেই লাল-সবুজের জার্সিকে বিদায় জানাবেন তিনি? এসব প্রশ্নের মাঝেই নতুন প্রশ্ন জেগেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে।

বিশ্বকাপের পর পরই ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। জানা গেছে আসন্ন এই সিরিজটিতে থাকছেন না তামিম। দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তামিমকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।’

এদিকে, চোটের কারণে সিরিজটিতে পাওয়া যাবে না অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসানকে, সেটি আবারও নিশ্চিত করলেন জালাল। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, ‌‘ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক।’

আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে ভারতে বসা বিশ্বকাপের ১৩তম আসর। এদিকে আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button