খেলাধুলা

পাকিস্তান ৩০০ করে যে রানে ইংল্যান্ডকে আটকালে নিশ্চিত হবে সেমি

পাকিস্তান ৩০০ করে যে রানে ইংল্যান্ডকে আটকালে নিশ্চিত হবে সেমি

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর রোমাঞ্চ জমিয়ে তুলেছিল পাকিস্তান। সেই রোমাঞ্চ আরও বাড়ত যদি পরশু শ্রীলঙ্কার কাছে নিউজিল্যান্ড হেরে যেত। এমনকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেও কিছুটা সম্ভাবনা থাকত ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রানে অলআউট করে ২৩.২ ওভারে লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড। লঙ্কানদের এমন ভরাডুবির পর পাকিস্তানের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় এখন প্রায় নিশ্চিত।

শেষ চারের সম্ভাবনা যেটুকু আছে, সেটা শুধুই কাগজ–কলম ও আনুষ্ঠানিকতার। পাকিস্তানের সমর্থক এবং সাবেক ক্রিকেটাররাও দলের বিদায় নিশ্চিত ধরে নিয়েছেন। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মজা করে বলেছেন, ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগিয়ে তাদের টাইমড আউট করেই শুধু সেমিতে যেতে পারে পাকিস্তান।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন পাকিস্তানের সেমিফাইনালের জন্য ১১টি সমীকরণ দিয়েছেন। যার একটি বাস্তবায়ন করতে পারলেই নিশ্চিত হবে শেষ চারের টিকিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button