‘টাইমড আউট’ ছিলেন না, প্রমাণ দিলেন ম্যাথিউস, বিবৃতি দেবে শ্রীলঙ্কা!
‘টাইমড আউট’ ছিলেন না, প্রমাণ দিলেন ম্যাথিউস, বিবৃতি দেবে শ্রীলঙ্কা!

শেষ হয়ে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। কিন্তু তার রেশ এখনো রয়েছে গেছে। আগামী কয়েকদিন পর্যন্ত থাকবে এ ম্যাচের রেশ। যেখানে বাংলাদেশ ৩ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। তবে ম্যাচটি বিশেষভাবে আলোচনায় আসে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ‘টাইমড আউট’ হয়ে প্যাভিলিয়নের পথ ধরায়।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছেন ম্যাথিউস। তবে এ ঘটনা ঘরোয়া ক্রিকেটে ৬ বার ঘটেছিল। কেউ বন্যার কারণে, কেউ ফ্লাইট মিস করে হয়েছিলেন ‘টাইমড আউট’।
ম্যাচ শেষে ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করা নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, যদি নিয়মে থাকে আমি সেই সুযোগ নিতে পিছপা হব না। মাঠের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকও এমন আউটের ব্যাখ্যা দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এমন বিব্রতকর আউটের শিকার হওয়া ম্যাথিউস এবার বললেন তার আউট হওয়ার বিষয়টিতে নিয়মের ব্যত্যয় হয়েছে। সেই প্রমাণও রয়েছে তার কাছে। অন্যদিকে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবে বলে জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। লঙ্কান ক্রিকেটার সাদিরাবিক্রমাকে আউট করেছিলেন সাকিব। ষষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ঠিক সময়ই মাঠে নামেন। স্ট্রাইক এন্ডে তার ব্যাট করার কথা। কিন্তু ক্রিজে এসেও করতে পারেননি হেলমেটের ঝামেলায়। হেলমেটের ফিতা খুলে যাওয়ায় পরিবর্তন করতে ডেকেছিলেন দ্বাদশ ক্রিকেটারকে। ক্রিকেটারের দেরি দেখে আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন সাকিব। পরের ঘটনা সবারই জানা।
4th umpire is wrong here! Video evidence shows I still had 5 more seconds even after the helmet gave away! Can the 4th umpire rectify this please? I mean safety is paramount as I just couldn’t face the bowler without a helmet
— Angelo Mathews (@Angelo69Mathews) November 6, 2023
ম্যাচ শেষে সেই ঘটনার প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দুটি ছবি পোস্ট করেছেন লঙ্কান অলরাউন্ডার। পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায় ২৫তম ওভারের প্রথম বলে চার খাওয়ার পরের বলে লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা যখন ক্যাচ আউট হন তখন ঘড়িতে স্থানীয় সময় দেখাচ্ছিল ৩টা ৪৯ মিনিট।
এরপর ব্যাট হাতে মাঠে নামেন ম্যাথিউস। যে হেলমেট নিয়ে তিনি নেমেছিলেন সেটিতে স্বস্তিবোধ না করায় পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও সমস্যা থাকায় আবারও হেলমেট পরিবর্তন করতে চান তিনি। কিন্তু ততক্ষণে তিন মিনিটের বেশি সময় পার হয়ে যায়। এরপরই টাইম আউটের আবেদন করেন সাকিব। আবেদনের প্রেক্ষিতে তখন ঘড়িতে স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে আউট দেন অনফিল্ড আম্পায়ার ইরাসমাস।
এরপর ম্যাথিউস ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে সাইডলাইনে হেলমেট ছুঁড়ে মারেন। এমন ঘটনার পর ম্যাচশেষে টাইগারদের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। এ নিয়ে ম্যাথিউস বলেন, আমরা তাদেরই সম্মান করি, যারা আমাদের সম্মান করে। তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কিইবা বলতে পারি।
প্রমাণের বিষয়টি নিয়ে ম্যাথিউস বলেন, এটা যদি নিয়মের মধ্যে হতো তাহলে ঠিক হতো। নিয়মে পরিষ্কার বলা আছে দুই মিনিটের ভেতর আমাকে সেখানে থাকতে হবে। আমাদের ভিডিও ফুটেজ আছে, সেটা পরে বিবৃতিতে প্রকাশ করব। আমি এখানে এসে যা ইচ্ছা তাই বলছি না। আমি প্রমাণের সঙ্গেই কথা বলছি। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার পরও আমার হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল।