বিনোদন

মৃত্যু নিয়ে অভিনেত্রী হিমুর ৫ বছর আগের বক্তব্য ভাইরাল

মৃত্যু নিয়ে অভিনেত্রী হিমুর ৫ বছর আগের বক্তব্য ভাইরাল

হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যুতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে পাঁচ বছর আগের একটি ভিডিও। ওই ভিডিওতে মিডিয়ার প্রতি, সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ৫ বছর আগে হিমু কথা বলছিলেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিয়ে। ২০১৮ সালের ২২ মে হার্ট অ্যাটাকে মারা যান তাজিন।

তাজিনের ওই মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিলেন হিমু। তাই লাইভে এসে তাজিনের মৃত্যুর নানা তথ্যও নেটিজেনদের জানিয়েছিলেন তিনি। সেখানেই একজন অভিনেত্রীর মৃত্যু আর মিডিয়ায় প্রকাশিত খবরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হিমু।

৫ বছর আগে আবেগী হিমু বলেছিলেন, আমরা সবাই স্বার্থপর। ভালো অভিনয়শিল্পীও। এর জন্য আমাদের অস্কার পাওয়া উচিত। কারণ মৃত অভিনয়শিল্পীদের নিয়ে মিডিয়ায় ব্যবসা হয়। অনেক সময় অসত্য খবরও প্রকাশিত হয়। যা মোটেও উচিত নয়।

ওই ভিডিওতে হিমু তারপরই নিজের মৃত্যুর কথা জানান। বলেন, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। একদিন আমিও মারা যাব। আমাকে নিয়েও মিডিয়ায় নানা গল্প তৈরি হবে। সেই গল্প নিয়ে বানানো হবে খবরও। মৃত্যুর পর আমি তো থাকব না। ওপারে থাকব। প্রতিবাদও করতে পারব না। তাই আমি বেঁচে থাকা অবস্থায় লাইভে এসে সত্যি কথাগুলো বলতে চাই।

ভাইরাল ওই ভিডিওতে হিমু ব্যস্তময় বেগময় জীবনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, অভিনেত্রী তাজিনের একাকিত্বের সময়গুলো, তার দুঃখ সবই আমরা জানতাম। কিন্তু আমরা কেউই তার পাশে থাকিনি। মৃত্যুর সময় সবার ওপর অভিমান করেই হয়তো চলে গেছেন আপুমনি (অভিনেত্রী তাজিন)।

৫ বছর পর যেন হিমুর সেই কথাগুলোই সত্যি হয়ে উঠছে। অভিনেত্রীর মৃত্যু নিয়েও শুরু হয়েছে নানা জটিলতা আর রহস্য। সহকর্মীরা হিমুর মৃত্যুকে মোটেও স্বাভাবিক বলছেন না। সোশ্যাল মিডিয়ায় হিমুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় অবাক হয়েছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। নির্মাতা চয়নিকা চৌধুরী অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে রিপ্লাইয়ে শেহনাজ কাকলি জানিয়েছেন, আত্মহত্যা করেছেন হিমু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button