খেলাধুলা

ভারতের কাছে হারের পর অবিশ্বাস্য ভাবে যা বললেন শান্ত

ভারতের কাছে হারের পর অবিশ্বাস্য ভাবে যা বললেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপরই খেই হারায় বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে পরাজয়ের মধ্যদিয়ে বিশ্বকাপে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ গ্রহণ করলো টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। এদিকে পুনেতে বাংলাদেশকে পরাজিত করে আজ টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ভারত।

ভারতের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বিশ্বকাপে প্রথমবারের মতো নেতৃত্বের স্বাদ গ্রহণ করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তার বিশ্বকাপে অধিনায়কত্বের অভিষেকটা সুখকর হলো না।

বিশ্বকাপে অধিনায়কত্বের অভিষেকে জয় না পেলেও টস ভাগ্যে ঠিকই জিতেছিলেন শান্ত। এদিন আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য সম্মান করেন দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম। দু’জনে উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে জমা করেন ৯৩ রান। তামিমের বিদায়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে বাংলাদেশ ২৫৬ রানের সংগ্রহ পায়।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত ও গিল মিলে উড়ন্ত শুরু এনে দেন স্বাগতিকদের। এরপর বাকি কাজটুকু সারেন বিরাট কোহলি। তাকে মাঝে যোগ্য সঙ্গ দেন শ্রেয়াস ও লোকেশ রাহুল। কোহলির শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন। আর ভারত ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে।

হ্যাটট্রিক পরাজয়ের অধিনায়ক শান্ত বলেন, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, ওরা কি করতে পারে তা আজও দেখিয়ে দিয়েছে। আমরা আমাদের সেরা খেলাটা আজ খেলতে পারিনি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো খেলবো।

ম্যাচ হারের বিষয়ে শান্ত বলেন, তানজিদ তামিম খুব ভালো খেলেছে, বোলাররাও ভালো করেছে, সমস্যা হলো আমরা ব্যাট হাতে ভালো ফিনিশিং করতে পারিনি। লিটন আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ভালো হতো। আর ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেয়া প্রয়োজন।

বোলারদের পারফরম্যান্স ব্যাখ্যায় তিনি বলেন, বোলারদের খুব একটা দোষ দেখি না। আমি মনে করি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু রান বোর্ডে দিতে পারতাম, তাহলে আরেকটু সহজ হতো।

সাকিবের চোট নিয়ে খবর জানিয়ে শান্ত বলেন, সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি পরের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button