অন্যানআন্তর্জাতিকখেলাধুলাতথ্য প্রযুক্তিধর্মবিনোদনভাইরালমতামতসারাদেশ

বিশ্বকাপ দলে কেনো জায়গা হয়নি তামিমের, অবশেষে জানালেন হাথুরুসিংহে

বিশ্বকাপ দলে কেনো জায়গা হয়নি তামিমের, অবশেষে জানালেন হাথুরুসিংহে

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও আলোচনায় টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের বর্তমান ওপেনারদের ব্যর্থতা বারবার স্মরণ করাচ্ছে তামিমকে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও সংবাদ সম্মেলনে উঠে এসেছে তামিম প্রসঙ্গ। বিশ্বকাপ দলে কেনো জায়গা হয়নি তামিমের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক হাথুরুসিংহেকে জিজ্ঞেস করেন, তামিমকে মিস করছেন কিনা। এমন প্রশ্নের জবাবে গতানুগাতিক উত্তর দেন হাথুরু। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপের দল নির্বাচন করার সময় তামিম খেলার জন্য প্রস্তুত ছিল না।

হাথুরুসিংহে বলেন, ‘তামিম এখানে নেই। তাকে মিস করছি কি না সেটা বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা বিশ্বকাপের জন্য দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো। এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’

টাইগারদের প্রধান কোচ কথা বলেছেন সাকিবের ইনজুরি নিয়েও। তিনি বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আগামীকাল (আজ) সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button