অন্যান

গামছার ইংরেজি কী জানেন? অনেকেই জানেন না

গামছার ইংরেজি কী জানেন? অনেকেই জানেন না

 আমাদের প্রতিদিনের জীবনে অনেক রকম ঘটনাই ঘটে থাকে। এসবের সঠিক ব্যাখ্যা দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তেমনি আমাদের প্রতিনিয়ত এমন কিছু প্রশ্ন মাথায় আসে যার সঠিক উত্তর আমাদের জানা থাকে না। পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা হারিয়ে গেছে।

যেমন একটা উদাহরণ দেওয়া যাক। স্নান করে সাধারণত আমরা যে তোয়ালে দিয়ে গা মুছি তার ইংরেজি টাওয়েল। তবে, গ্রামাঞ্চলে প্রায় সব মানুষই গামছা ব্যবহার করেন। শুধু তাই নয়, আজকাল গামছা শাড়ি থেকে শুরু করে কুর্তি, পাঞ্জাবিও বেশ জনপ্রিয়। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন কি গামছার ইংরেজি শব্দ কী?

এই বিষয়টি নিয়ে অনেক মতভেদ প্রচলিত আছে। অনেকেই তোয়ালে ও গামছাকে একই রকম বলে মনে করেন। কিন্তু গঠনগত দিক থেকে এই দুই জিনিসের অনেক পার্থক্য রয়েছে। তোয়ালে বেশ মোটা হয় ও একে মেশিনে তৈরি করা হয়। অন্যদিকে গামছা তোয়ালের তুলনায় বেশ নরম ও হাতে বোনা হয়। এছাড়াও গামছাতে চৌকো আকারের নকশা দেখা যায়।

বাংলার ঐতিহ্য ও শিল্প গামছার মাধ্যমে অনেক অংশে প্রকাশিত হয়। এই গামছাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন গান। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে গামছার চাহিদা। তবে সেই অর্থে গামছার কোনও ইংরেজি প্রতিশব্দ খুঁজে পাওয়া যায়নি। গামছাকে ইংরেজি অভিধানে বলা হয়েছে ““ A napkin made by handloom”। যার অর্থ হল হাতে তৈরি ন্যাপকিন।

শুধুমাত্র গা মোছার জন্য গামছা ব্যবহার করা হয় না। অনেক ফেরিওয়ালা মাথায় গামছা বেঁধে জিনিসপত্র বয়ে নিয়ে যান। রান্নার ঠাকুরদের সাথে জড়িত রয়েছে গামছা। বর্তমান সময়ে এই গামছার নকশায় বিভিন্ন ধরনের পোশাকও তৈরি হচ্ছে। পুরুষদের জামা থেকে মহিলাদের কুর্তি, বিভিন্ন ক্ষেত্রে গামছার ছাপ এখনো দেখা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button