
ক্রিকেটের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বিনিয়োগ করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেজন্য তিনি সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি খুলেছিলেন। তবে এবার সেই রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে।
ঠিক কী কারণে সাকিবের রেস্টুরেন্টটি বন্ধ হতে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। সোমবার শুধু একটি পোস্ট দিয়ে রেস্টুরেন্ট বন্ধের বিষয়টি জানিয়েছে তারা। পোস্টে গ্রাহকদের ধন্যবাদও জানিয়েছে কর্তৃপক্ষ।
একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে পোস্ট করেছে রেস্টুরেন্টটি। ক্যাপশনে তারা লিখেছে, সবার সঙ্গে ভালো সময় কেটেছে। এখন বিদায় বলার সময়। ধন্যবাদ সব স্মৃতির জন্য।’
সাকিবের এই সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে এটির একটি শাখা করা হয় ধানমন্ডিতে। বিভিন্ন সময় রেস্টুরেন্টের প্রচারণায় দেখা গেছে সাকিবকে। তবে চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছিল। যার কারণে এই নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল।