নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারের আসল কারণ জানালেন শান্ত
নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারের আসল কারণ জানালেন শান্ত

বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিংয়ে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংয়ে একই চিত্র। ফলও একই, ‘লজ্জাজনক হার’। টানা দুটো ম্যাচে বাজে ব্যাট করে হারার পর ব্যর্থতা স্বীকার করে নিলেন নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে হেসেখেলে জিতেছে কিউইরা। কেন উইলিয়ামসনদের জয় এসেছে ৪৩ বল হাতে রেখে। যদিও এ ম্যাচে বাংলাদেশের বোলাররা নিজেদের সবটাই উজার করে দিয়েছেন। তা সত্ত্বেও লড়াই-ই করতে পারেনি টাইগাররা। কারণ অনুসন্ধন করলে ‘ব্যাটিং ব্যর্থতা’ ছাড়া আর কী চোখে পড়ে?
বাংলাদেশ যে বাজে ব্যাট করেছে, তা স্বীকার করেছেন শান্তও। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচপরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেন তিনি। শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচেও প্রথম ১০-১৫ ওভার আমরা দৃষ্টিকটু ব্যাট করেছি।’
চিদাম্বারামের উইকেট যে খুব একটা খারাপ ছিল না, তার প্রমাণ মিলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের দিকে তাকালে। ক্রিজে নামা পাঁচ ব্যাটারের মধ্যে তিন জনই রানের দেখা পেয়েছেন। কেন উইলিয়ামসন ৭৮ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ড্যারেল মিচেল অপরাজিত ছিলেন ৮৯ রানে। ডেভন কনওয়ে সাকিবের বলে আউট হওয়ার আগে করেন ৪৫ রান। গ্লেন ফিলিপস অপরাজিত ছিলেন ১১ বলে ১৬ রান করে। শুধু রাচিন রবীন্দ্রই ৯ রানে আউট হন।
উইকেট যে মোটামুটি ব্যাটিং বান্ধব ছিল, সেটা জানিয়েছেন শান্তও। তিনি বলেন, ‘উইকেট ভালোই দেখাচ্ছিল। নতুন বলে অল্প বাউন্স হচ্ছিল। আমাদের উচিত ছিল একটু দায়িত্ব নিয়ে ব্যাট করা। যদি প্রথম ১০-১৫ ওভার খেলতে পারতাম, তাহলে ভালো হতো।’