
ইনজুরি সমস্যা কিংবা বোর্ড কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্ব, সে যাই হোক না কেন, বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই দেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তবে ভারত না গেলেও ঠিকই দলের খোঁজ খবর রাখছেন সাবেক এ অধিনায়ক।
মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ হওয়া সে সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন তামিমও।
সংবাদ সম্মেলনে কথা উঠেছিল তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে দলে জায়গা পাওয়া তানজিদ হাসান তামিমকে নিয়ে। দুই প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করলেও মূল পর্বের দুই ম্যাচেই ব্যর্থ হন এ ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫ রান করা জুনিয়র তামিম ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রান করে আউট হয়েছেন। তাতে জাতীয় দলের হয়ে খেলা ৬ আন্তর্জাতিক ম্যাচে তার রান সব মিলিয়ে হলো ৪০। যেখানে সর্বোচ্চ ইনিংস ১৬ রানের।
তবে এখনই তানজিদের ওপর আস্থা হারাচ্ছেন না কোচ হাথুরুসিংহে। উল্টো সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে খেলা দাউদ মালানের ১৪০ রানের ইনিংসে সামনে এনে হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বলেন, ‘তানজিদ তামিম এ দুই ম্যাচে রান করেনি। কিন্তু সে তো প্রস্তুতি ম্যাচে ঠিকই রান করেছে। দুই ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে যাচাই করলে আজকে মালানের এই ইনিংসটা খেলা হতো না। আন্তর্জাতিক ক্রিকেটে সবাইকে সময় দিতে হয়। দলের ব্যাটাররা ফর্মে আছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে দল হিসেবে পারফর্ম করব।’
ধর্মশালায় এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে রান পাহাড় গড়ে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে তারা। জবাব দিতে নেমে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
টস জিতে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের ব্যাখ্যা, ‘আগে বোলিং করে কোনো ভুল হয়েছে বলে মনে হয় না। শুরুতে উইকেটে সুবিধা ছিল। গত রাতে বৃষ্টি হয়েছে, সেদিক থেকে উইকেটে সহায়তা ছিল। কিন্তু বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ইংল্যান্ড ব্যাটিংয়ে অনেক বুদ্ধি খাটিয়েছে।’
বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৩ অক্টোবর।