Uncategorized

বাংলাদেশ কোথায় ভুল করেছে, জানালেন হাথুরুসিংহে

বাংলাদেশ কোথায় ভুল করেছে, জানালেন হাথুরুসিংহে

চলমান বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে ভারতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। নতুন করে টিম ডিরেক্টর হিসেবে দলে দেশ থেকে উড়ে গেছেন খালেদ মাহমুদ সুজন এবং পরামর্শক হিসেবে আছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এ ছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো রয়েছেনই। ধর্মশালায় আজ ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন টাইগার হেড কোচ।

এদিন হাথুরুর কাছে জানতে চাওয়া হয় এই ‘তিন জনের মাথার বুদ্ধিতে সবকিছু একটু গোলমেলে করে দিচ্ছে কি না? জবাবে হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই চলছে। এখানে যারা এসেছে, খালেদ (সুজন) তাদের ম্যানেজার। শ্রীরাম পরামর্শক আর আমি হেড কোচ। ভালোভাবেই চলছে সব আর আমিও খুশি। নির্দিষ্ট দায়িত্ব বলতে কিছু নেই। তারা চাইলে যেকোনো কিছুতেই অবদান রাখতে পারে। আমি তাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো।’

পরবর্তীতে শ্রীরামের দায়িত্ব নিয়ে হাথুরু এবার পরিস্কারই করে দিলেন। জানালেন শ্রীরামের অনেক দায়িত্ব রয়েছে বাংলাদেশ দলের প্রতি, ‘শ্রীরাম আমাদের পরামর্শক। শেষ বিশ্বকাপেও দলের সঙ্গে ছিল। ওর দায়িত্ব অনেক বড়, শুধু পিচই না।’

ইংল্যান্ডের সাথে শুরুতে টস জিতে বল করতে নামে বাংলাদেশ দল। পরে দেখা গেল পিচ থেকে সুবিধা পাচ্ছেন ব্যাটাররা। প্রথমে বল করাটা ভুল সিদ্ধান্ত ছিল কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমার মনে হয় না আগে বোলিং নিয়ে আমরা ভুল করেছি। কারণ উইকেটে কিছু ছিল, বিশেষত খেলা শুরু হয়েছে সাড়ে দশটায়, আগের দিনও একই কাজ করেছি। কিছুটা বৃষ্টি ছিল। উইকেটেও কিছু ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক জায়গায় বল করিনি। আমাদের লাইন-ল্যান্থ ভালো ছিল না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button