Uncategorized

পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক ইংলিশ অধিনায়কের

পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক ইংলিশ অধিনায়কের

চার বছর আগে ২০১৯ সালে মার্টিন গাপটিলকে রানআউট করে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে ইয়ান মরগ্যানের হাত ধরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। সেসব কিছু এখন অতীত। চার বছর পেরিয়ে আবার আরেকটি বিশ্ব আসর। বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে বাকি মাত্র দু’দিন। আগামী ৫ অক্টোবর আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইতোমধ্যে ভারতের মাটিতে পা রেখেছে টুর্নামেন্টের ফেভারিট পাকিস্তান। বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অধিকাংশের চোখে বাবর-রিজওয়ানদের নিয়ে গড়া দলটি অন্তত সেমিফাইনাল খেলার যোগ্য। এমন একটি দলকে নিয়ে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের আরেকটি রূপের কথা মনে করিয়ে দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।

তিনি বলেন, এবারের বিশ্বকাপে বাবর-রিজওয়ানরা নেদারল্যান্ডসের বিপক্ষে হারতেও পারে। আবার এর বিপরীতও হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান সবার ধরা ছোঁয়ার বাইরেও চলে যেতে পারে। কেননা এটাই পাকিস্তান দলের চরিত্রের বলে জানিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। খবর ক্রিকেটপাকিস্তান

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান বিশ্বকাপের ভালো দলগুলোর একটি। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে।

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বাদ পড়তে যাচ্ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত নানা সমীকরণের মারপ্যাঁচে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয়। যার জন্য পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল বলা হয়ে থাকে। নাসের হুসেইন পাক দলের সেই বিশেষত্বই মনে করিয়ে দিয়েছেন।

সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।

উপমহাদেশের মাটিতে স্পিনাররা বরাবরই বাড়তি সুবিধা পান। তবে বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররাও। তাই নাসের মনে করেন বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে পাকিস্তানের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button