এবার সুখবর পেলেন সাকিব

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব আল হাসান। তার পা ফুলে গেছে। তাই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না তিনি।
তবে জানা গেছে, টাইগার অধিনায়কের এ চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে মাঠেও এসেছেন তিনি। যদিও তার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলা নিশ্চিত নয় এখনও। তবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মূল ম্যাচের প্রথমটিতে থাকবেন এ অলরাউন্ডার।
তবে সাকিবের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
সাকিবের বদলে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন।
শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।