ছবিতে ৫ জন রয়েছেন! পঞ্চমজনকে খুঁজতে হবে ১৫ সেকেন্ডে

অপটিক্যাল ইলিউশনের জট খোলার মজাই আলাদা। খুব সহজে এই অপটিক্যাল ইলিউশনের সমাধান কে কত কম সময়ের মধ্যে করতে পারেন, তা নিয়ে অনেকের মধ্যেই প্রতিযোগিতা লেগে যায়! সদ্য ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের পোস্ট এমনই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে! দেখে নেয়া যাক, সেখানে আসল চ্যালেঞ্জটি কী!
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঘুরপাক খেয়েছে বেশ কয়েকদিন ধরে। আর তা ফের একবার ভাইরাল হয়েছে। এই ছবি পোস্ট করে চ্যালেঞ্জ ছোড়া হয়েছে যাতে ১৫ সেকেন্ডের মধ্যে এই ছবিতে থাকা পঞ্চম ব্যক্তিকে খুঁজে বের করা যায়। আপাতভাবে ছবিতে ৪ জনকে দেখা যাচ্ছে। আর খুঁজে বের করতে হবে পঞ্চমজনকে।
এই ভাইরাল অপটিক্যাল ইলিউশনে সামনে দাঁড়ানো রয়েছেন ৪ জন মানুষ। তাঁদের মধ্যে একজন মহিলা। আর বাকি ৩ জন পুরুষ। চারিদিকে বরফের উপত্যকার মাঝে রয়েছে এমন দৃশ্য।
যে পঞ্চম ব্যক্তিকে খুঁজে বের করার চ্যালেঞ্জ রয়েছে, তিনি সামান্য দূরে বরফের উপত্যকার মধ্যে বসে রয়েছেন।